যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্য নিয়ে দেশে প্রথমবারের মত পালিত হলো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস-২০১৭ (ICT Day-2017)। সকাল সাড়ে ৭টায় ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিবসটির সূচনা করা হয়।
নানামূখী আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত
হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল ০৮:০০ টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের
সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ
মিনারের সামনে গিয়ে শেষ হয়। র্যালিটি জাতীয় জাদুঘরের সামনে উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি। উক্ত র্যালিতে আরো অংশগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের
সচিব জনাব সুবীর কিশোর চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনব অধ্যাপক মো. আখতারুজ্জামান,
BASIS এর সভাপতি জনাব মোস্তাফা জব্বার প্রমুখ। এছাড়া, র্যালিতে আরো অংশগ্রহণ করেন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগস এর আওতাধীন সকল সংস্থাসমূহের কর্মকর্তাগণ ও দেশের
বিভিন্ন আইটি/আইটিইএস প্রতিষ্ঠানসমূহ।
বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের
হল অব ফেমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্পিকার
শিরিন শারমিন চৌধুরী এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় ‘জাতীয় তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০১৭' বিতরণ করা হয়।
বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের
মল চত্ত্বরে এক অনাড়ম্বরপূর্ণ কনসার্ট অনুষ্ঠিত হয়।
এছাড়াও
দিবসটি উদযাপনে আইসিটি ডিভিশনের উদ্যোগে ও ইয়াং বাংলার আয়োজনে অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত
উল্লেখ্য যে, প্রতি বছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে
পালনের প্রস্তাব গত মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত হয়।
No comments:
Post a Comment