-->

Saturday, August 05, 2017

Facebook is requested by palak....

We always ready to serve the proper and authentic IT/ITES news of all over the world...


ফেইসবুকে অ্যাকাউন্ট খুলতে সেখানে যাতে ব্লাড গ্রূপ যুক্ত করার অপশন থাকে রাখার জন্য প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে অাহবান করার কথা জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আর এটি যেনো বাংলাদেশ থেকেই শুরু করা হয় তার জন্যও অনুরোধ জানানো হবে। যাতে খুব সহজেই রক্ত দানের ক্ষেত্রে ফেইসবুকের মাধ্যমে জানা যায়। ও সহজেই রক্ত দেওয়া যায়।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৭’ ক্যাম্পাস অ্যাক্টিভেশন কার্যক্রমে গিয়ে প্রতিমন্ত্রী এই আহবান করার কথা জানান। তিনি বলেন, ফেইসবুকে অ্যাকাউন্ট করতে ব্লাডগ্রুপ সংযুক্ত করতে আমরা মার্ক জুকারবার্গকে আহবান করতে চাই এবং সেটা বাংলাদেশ  থেকেই শুরু করতে পারি। এতে করে জরুরী প্রয়োজনে আমরা রক্ত প্রাপ্তি নিশ্চিত করতে পারি।এটা করা গেলে সহজেই রক্ত প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া যাবে এবং অনেক প্রাণ বাঁচানো সহজ হবে বলে জানান তিনি।অনুষ্ঠানে পলক প্রযুক্তি-নির্ভর বিভিন্ন ধরণের কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।ক্যাম্পাস অ্যাক্টিভেশনে শিক্ষার্থীরাসহ ইয়াং বাংলার অনেকেই উপস্থিত ছিলেন।