-->

Tuesday, December 12, 2017

ICT Day-2017



যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্য নিয়ে দেশে প্রথমবারের মত পালিত হলো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস-২০১৭ (ICT Day-2017)। সকাল সাড়ে ৭টায় ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিবসটির সূচনা করা হয়। 

নানামূখী আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল ০৮:০০ টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিটি জাতীয় জাদুঘরের সামনে উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি। উক্ত র‌্যালিতে আরো অংশগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব সুবীর কিশোর চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনব অধ্যাপক মো. আখতারুজ্জামান, BASIS এর সভাপতি জনাব মোস্তাফা জব্বার প্রমুখ। এছাড়া, র‌্যালিতে আরো অংশগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগস এর আওতাধীন সকল সংস্থাসমূহের কর্মকর্তাগণ ও দেশের বিভিন্ন আইটি/আইটিইএস প্রতিষ্ঠানসমূহ। 

বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্পিকার শিরিন শারমিন চৌধুরী এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০১৭' বিতরণ করা হয়। 

বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্ত্বরে এক অনাড়ম্বরপূর্ণ কনসার্ট অনুষ্ঠিত হয়। 

জেলা পর্যায়েও দিবসটি পালনে নানামূখী আয়োজনের উদ্যেগ নেওয়া হয়। রাজধানী ঢাকার সাথে একযোগে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্য নিয়ে পালন করা হয়। 

এছাড়াও দিবসটি উদযাপনে আইসিটি ডিভিশনের উদ্যোগে ও ইয়াং বাংলার আয়োজনে অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সহযোগিতায় সারাদেশের ৪১টি জেলার ১২৩টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বিকাল ৩টা-৫টা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রতি বছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে পালনের প্রস্তাব গত মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত হয়।

Saturday, August 05, 2017

Facebook is requested by palak....

We always ready to serve the proper and authentic IT/ITES news of all over the world...


ফেইসবুকে অ্যাকাউন্ট খুলতে সেখানে যাতে ব্লাড গ্রূপ যুক্ত করার অপশন থাকে রাখার জন্য প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে অাহবান করার কথা জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আর এটি যেনো বাংলাদেশ থেকেই শুরু করা হয় তার জন্যও অনুরোধ জানানো হবে। যাতে খুব সহজেই রক্ত দানের ক্ষেত্রে ফেইসবুকের মাধ্যমে জানা যায়। ও সহজেই রক্ত দেওয়া যায়।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৭’ ক্যাম্পাস অ্যাক্টিভেশন কার্যক্রমে গিয়ে প্রতিমন্ত্রী এই আহবান করার কথা জানান। তিনি বলেন, ফেইসবুকে অ্যাকাউন্ট করতে ব্লাডগ্রুপ সংযুক্ত করতে আমরা মার্ক জুকারবার্গকে আহবান করতে চাই এবং সেটা বাংলাদেশ  থেকেই শুরু করতে পারি। এতে করে জরুরী প্রয়োজনে আমরা রক্ত প্রাপ্তি নিশ্চিত করতে পারি।এটা করা গেলে সহজেই রক্ত প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া যাবে এবং অনেক প্রাণ বাঁচানো সহজ হবে বলে জানান তিনি।অনুষ্ঠানে পলক প্রযুক্তি-নির্ভর বিভিন্ন ধরণের কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।ক্যাম্পাস অ্যাক্টিভেশনে শিক্ষার্থীরাসহ ইয়াং বাংলার অনেকেই উপস্থিত ছিলেন।